গত ১৭/০৮/২০১৯ইং তারিখ রোজ শনিবার সকাল ১১.৪০ মিনিটে “সরওয়ার উল্যাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন”-এর উদ্যোগে ফেনী সদর থানার অন্তর্গত ইজ্জতপুর গ্রামের নদী সংলগ্ন বাড়ির মরহুম আব্দুল বারেকের দরিদ্র পরিবারের ছেলে মোঃ ইলিয়াসকে তার আবেদনের প্রেক্ষিতে পরিবারের আর্থিক সচ্চলতা আনয়নের উদ্দেশ্য একটি দুগ্ধজাত গাভী গরু প্রদান করা হয়।
ফাউন্ডেশন কার্যালয়ের সম্মূখে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে উক্ত দুগ্ধজাত গাভী গরুটি মোঃ ইলিয়াসের কাছে হস্তান্তর করেন ফেনী সদর থানার অন্তর্গত ১১নং মৌটুবী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব হারুনুর রশীদ, এল.এল.বি.। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউ. পি (ওয়ার্ড) সদস্য জনাব মোঃ শাখাওয়াত হোসেন (সবুজ), ফাউন্ডেশনের অর্থ–সম্পাদক জনাব মোঃ ইয়াচিন, কার্যকরী সদস্য মোঃ মঈনুল হক (মজনু) এবং গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ফাউন্ডেশন সদস্যবৃন্দ।
উক্ত দুগ্ধজাত গরু হস্তান্তর অনুষ্ঠানে মোঃ ইলিয়াসের ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য উপস্থিত সবাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনায় শরিক হন।
বিদেশ জীবন শেষে কোন সঞ্চিত অর্থ ছাড়াই দেশে এসেছিলেন জনাব মোঃ জাকির হোসেন। বর্তমানে অর্থের অভাবে তার পাঁচ সদস্যের পরিবার প্রতিনিয়ত দুঃখ-কষ্ট নিয়েই দিনাতিপাত করে। মূলত দীর্ঘদিন ব্যাবসা করার ইচ্চা থেকেই তিনি মূলধন সহায়তার জন্য আবেদন জানান সরওয়ার উল্যাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে।
তার আবেদনের প্রেক্ষিতে গত ১৩/০৮/২০১৯ইং তারিখ রোজ মংগলবার সকাল ১১.৩০ মিনিটে ফাউন্ডেশন কার্যালয়ের সম্মূখে মো: জাকির হোসেনের হাতে তার নতুন ব্যবসা হস্তান্তর করেন ফাউন্ডেশন সভাপতি জনাব মোস্তফা আহমেদ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি জনাব মোঃ রেজাউল করিম, ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সচিব জনাব মোঃ রাশেদুল ইসলাম (সফল), ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য জনাব শেখ ফজলুল হক (বেলাল), কার্যকরী পরিষদের সদস্য জনাব মোঃ মঈনুল হক (মজনু) সহ ফাউন্ডেশনের সাধারণ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
Development By: Mobasshera KhanamMamoo IT [ A Mamoo Group Company ] Call: +8801770552155